উজ্জ্বল অধিকারী: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০মে) বিকালে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “অধিকার আন্দোলনের ৩৬ বছর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া বেলকুচি শাখার ঐক্য পরিষদের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র। এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকার, পৌর সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাবেক সাধারন সম্পাদক বৈদ্য নাথ সাহা প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সুব্রত পাল (এস.পাল) পৌর কাউন্সিলর জুলফিকার রহমান শিপন, যুগ্ন সাধারন সম্পাদক পলাশ সাহা, প্রচার সম্পাদক বিপ্লব শীল, পৌর সাধারণ সম্পাদক নন্দ দুলাল রাজবংশী, যুব ঐক্য পরিষদের সভাপতি আশিষ সরকার, সিনিয়র সহ-সভাপতি খোকন কুমার সেনসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.