বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে সুদ কারবারী কাজল রেখার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ

                            বেলকুচিতে সুদ কারবারী কাজল রেখার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে গচ্ছিত অর্থ সুদের কারবার করায় অর্থ ফেরত চাইলে না দিয়ে প্রাণ নাশের হুমকি, ভুক্তভোগীদের থানায় একাধিক লিখিত অভিযোগ।

মঙ্গলবার (২১ জুন) বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের স্বীকৃতি বেগম, সেলিনা খাতুন, মোতালেব হোসেন, হাসেম আলী তাদের গচ্ছিত নিজ নিজ টাকা ফেরত চাওয়ায় সুদের কারবারী একই গ্রামের কাজল রেখা (৩৮) ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হয়রানি ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে বিনিয়োগ করার বিষয়ে ২০১৮ সাল থেকে কাজল রেখাকে প্রধান করে ক্ষিদ্রমাটিয়া গ্রামের স্বীকৃতি বেগম, সেলিনা খাতুন, মোতালেব হোসেন, হাসেম আলীসহ আরও অনেকে টাকা গচ্ছিত করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ ১ বছর অর্থ গচ্ছিত রাখার পর জানতে পারেন কাজল রেখা সদস্যদের না জানিয়ে গচ্ছিত অর্থ সুদের কারবারিতে বিনিয়োগ করছেন। বিষয়টি জানতে পারলে সদস্যদের নিয়ে সুদের কারবার বন্ধ করতে বলে ও টাকা ফেরত চায়,এর পরিপেক্ষিতে কাজল রেখা তাদের কথা তোয়াক্কা না করে নানা রকম ভয়ভীতি দেখান। গত ৪ জুন সকালের দিকে প্রাণ নাশের হুমকিও দেন কাজল রেখা ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী সুদ ব্যবসায়ী কাজল রেখার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, থানার অভিযোগের ব্যাপারে আমি অবগত নই। যারা অভিযোগ করেছেন তাদেরকেও আমি চিনি না।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সুদের কারবারীর একটি নিউজ হওয়ার পর তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ পরেছে। কোর্টের অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়