মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কলম বিরতি সাময়িক ভাবে স্থগিত

                            বেলকুচিতে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কলম বিরতি সাময়িক ভাবে স্থগিত - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চেয়ারম্যান ও ইউপি সদস্য ছাত্রলীগ নেতা কর্তৃক মারধরকে কেন্দ্র করে অনিদিষ্টকালের জন্য ডাকা কলম বিরতি সাময়িক ভাবে স্থগিত করলেন বেলকুচি স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম।

সোমবার বিকেলে বেলকুচি প্রেসক্লাব ভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে কলম বিরতি সাময়িক ভাবে তুলে নেন। এর আগে গত ১২ জুন রবিবার থেকে বেলকুচি উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় একযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সাধারন জনগনের কথা ভেবে ও জেলা প্রশাসক ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের আশ্বাসে আমরা কলম বিরতি সাময়িক ভাবে স্থগিত করছি। তিনি আরো জানান, হামলাকারীদের আইনের আওতায় ও দলীয় ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। তাই আমরা কলম বিরতি সাময়িক ভাবে স্থগিত করছি। তবে আগামী ২৫ জুন এর মধ্যে আমরা এর সুষ্ঠু বিচার না পেলে পরবর্তীতে আবারো কর্মসূচি দিবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সদস্যবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়