উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর মধ্যপাড়ায় অবস্থিত শেরনগর দারুল আরকাম উন্মুক্ত বয়স্ক মাদ্রাসার উদ্যোগে ১৬ জনকে ছবকদান করা হয়েছে। শুক্রবার (১লা জুলাই) বাদ মাগরিব শেরনগর দারুল আরকাম উন্মুক্ত বয়স্ক মাদ্রাসায় এ ছবকদান করা হয়।
উক্ত ছবকদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রহুল আমিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. মাওঃ মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফী, সহকারী অধ্যাপক ইসলামিয়া সরকারী কলেজ ও খতিব শেরনগর শাহী জামে মসজিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওঃ মুফতি ইসমাইল মাহমুদ, খতিব শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদ, ৮ নং পৌর কাউন্সিলর আলম প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন ভূঞা প্রমূখ।
আলোচনা ও ছবকদান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রধান আলোচকের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.