উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শ্রী শ্রী মদন মোহন সেবা সদন (চন্দনগাঁতী বসুন্ধরা) মন্দির গ্রাঙ্গনে বেলকুচি উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও পৌরসভার সহ-সভাপতি নয়ন ঘোষের সঞ্চলনায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল, দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, ব্যাংকার বিমল বন্ধু সরকার, বিশ্বনাথ মাষ্টার, সাংবাদিক নারায়ন মালাকার প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.