শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা ও পৌরসভার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা ও রাধা গোবিন্দ মন্দির চালা গ্রাঙ্গনে বেলকুচি উপজেলা ও পৌর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রনি কুমার মিত্রের সঞ্চলনায়, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক নন্দ রাজবংশীর সার্বিক তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেনকেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, বেলকুচি উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,সহকারি সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, ডাক্তার বিদ্যুৎ সুত্রধর, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকারসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি সাধারন সম্পাদক এ সময় গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----