বেলকুচিতে শত দিনেও সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনের খোঁজ মেলেনি
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচির সায়দাবাদ-এনায়েতপু আঞ্চলিক সড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের ১০০ দিন পার হলেও এখনও মেলেনি স্বজনদের খোঁজ। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর অংশে এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৬৫। গায়ের গঠন হালকা। রং শ্যামলা। আছে দাড়ি। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। দাড়ি ও মাথার চুল সাদা ও কিছুটুক কালো।
নিহত ওই ব্যক্তির পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ সদরের মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনদের বেলকুচি থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক সায়মন রহমান। তিনি জানান, রাজাপুর এলাকায় ২৯ ফেব্রুয়ারি সকালে সিএনজি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম। পুলিশ তার স্বজনদের খুঁজছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।