রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের প্রাণকেন্দ্র মুকুন্দগাতী বাজারস্থ ওয়াবদা রোড ও জলসা মার্কেটের সামনে যানজট সৃষ্টিকরে লোড-আনলোড করার অপরাধে তিনটি ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড এলাকা ও তৎসংলগ্ন এলাকায় অভিযানে যানজট সৃষ্টিকারি ৩টি পন্যবাহী ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে  ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া সুলতানা কেয়া বলেন, যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে তিনটি ট্রাকেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমান অভিযান চলবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, রাত ৮ টার পর থেকে সকল পন্যবাহী গাড়ির মালামাল লোড-আনলোড করতে হবে। দিনে কোন মালবাহি গাড়ির মালামাল সড়কে দারিয়ে লোড-আনলোড করতে পারবে না।
উপজেলাটি তাঁত শিল্প নির্ভর হওয়ার কারণে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়ক যাত্রীসাধারনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের হাট বাজার সহ জেলায় যাতায়াতের যোগাযোগ ব্যবস্থার এটি একমাত্র সড়ক হওয়ার কারণে এর গুরুত্বের শেষ নেই। কিন্তু এই সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকা হইতে বেলকুচি সরকারি কলেজ গেট পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এই যানজটের কারণে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারণের ভোগান্তিতে পোহাতে হয়।
এ সড়ক ব্যবহার করে চলাচল করা একাধিক যাত্রী অভিযোগ করে জানান, সিরাজগঞ্জ -এনায়েতপুর আঞ্চলিক সড়ক অত্যান্ত গুরুত্বপূর্ণ হলেও মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড থেকে বেলকুচি সরকারি কলেজ গেট পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। যার কারণে আমাদের চলার স্বাভাবিক গতি রোধ হচ্ছে। আমরা সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌছাতে পারছি না। রোগীবাহী গাড়িগুলোও রোগী নিয়ে যানজটের কবলে পরে আটকে থাকে। ঘন্টার পর ঘন্টা যানজটের কারনে আমাদের জীবন যাপন দূর্বিসহ হয়ে উঠেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়