বেলকুচিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নতুন বই বিতরণ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে দক্ষিণ বানিয়াগাঁতী কালী মন্দির এ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ও নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বানিয়াগাঁতী কালী মন্দিরের আয়োজনে বানিয়াগাঁতী কালী মন্দির প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ও নতুন বই বিতরণ করা হয়। এসময় বানিয়াগাঁতী কালী মন্দির কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সহ-সভাপতি বিমল কুমার সরকার, সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র, সহ-সাংগঠনিক সম্পাদক পংকর সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রদ্বীপ সরকার, পরিতোষ সরকার প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।