বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচিত

উজ্জ্বল অধিকারী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হলেন মনোয়ার চৌধুরী বাবু। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দুইজন। একজনের মনোনয়নপত্র নিয়ে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। এমতাবস্থায় এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়ার চৌধুরী বাবু। মামলা সূত্রে জানা যায়। মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কামারখন্দ উপজেলা সমবায় অফিসার দীনবন্ধু মৃধা এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান,

মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বাষিক নির্বাচন আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৯ জন সদস্যের মধ্যে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সম্পাদক ও ৬ জন ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের বিপরীতে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ২ জন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা পরে।ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রসমূহ গত ১৭ ডিসেম্বর সমিতির কার্যালয়ে সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে নির্বাচন কমিটির সদস্যগণ কর্তৃক যাঁচাই বাছাই করা হয়। যাঁচাই বাছাইয়ের ফলাফলের ভিত্তিতে ১৭ ডিসেম্বর সমিতির কার্যালয়ে বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করে।

সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে দেখা যায় সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেন বিগত ২০০৮, ২০১১, ২০১৪ এবং ২০২২ সালে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের ১০/০৩/২০১৭ তারিখ অনুষ্ঠিত নির্বাচন জেলা সমবায় অফিসার কর্তৃক আদেশ নং ৪৭,৬১.০০০,৮৮০০,০৪.০০৩.১৭.৯৬৬, তারিখ ০৩/০৪/২০১৭  মূলে বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে ১০/০৩/২০১৭ তারিখে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। সে মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করেন। নির্বাচন কমিটির নিকট প্রতীয়মান হয়েছে যে, সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন পরপর তিনটি মেয়াদপূর্ণ করেছেন। সেই মতে সমবায় সমিতি আইন’২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৮(৮) ধারা মোতাবেক সভাপতি পদপ্রার্থী মো: তোফাজ্জল হোসেন এর মনোনয়নপত্র বাতিল যোগ্য। এছাড়া সভাপতি পদে মনোয়ার চৌধুরী বাবু, সহ সভাপতি পদে নুরু মিয়া, জনাব রেজাউল করিম, মো: মহর আলী ও মো: আমিরুল ইসলাম সম্পাদক পদে হাজী মোহাম্মদ আলী (ভূইয়া) ও আ: করিম প্রাং এবং সদস্য পদে জনাব মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম প্রাং, এরশাদুল ইসলাম, ইমরান সরকার (রাজিব), ফরিদুল ইসলাম, মুকুল হোসেন মোল্লা, সুরুজ মন্ডল, শফিকুল ইসলাম, জহির সরকার, মজনু হোসেন, সোহেল রানা, সেলিম সরকার, রফিকুল ইসলাম, আঃ আলিম ও মজনু সরকারের মনোনয়নপত্র সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে যাঁচাই বাছাইয়ান্তে বৈধ মর্মে নির্বাচন কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।বিগত ১৭ ডিসেম্বর সমিতির কার্যালয়ে সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে নির্বাচন কমিটির সদস্যগণ কর্তৃক যাঁচাই বাছাইয়ান্তে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেন সংক্ষুদ্ধ হয়ে নির্বাচন কমিটিকে বিবাদী করে জেলা সমবায় অফিসারের দায়িত্বে থাকা যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয় বরাবর আপিল মামলা দায়ের করেন।আপিল মামলা দায়ের করার প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তি করে সিদ্ধান্ত গ্রহণের প্রদানের জন্য ২২ ডিসেম্বর যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয় বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন। শুনানি ও প্রাপ্ত রেকর্ড পত্রের ভিত্তিতে যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের নং৪৭.৬১,০০০০, ২৪১,৩৭,০১,২৪.০৩/১ (০৬) ২২  ডিসেম্বর মূলে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জাল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন। সেই প্রেক্ষিতে বিগত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৈধ ও বাতিল প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিটির ঘোষিত তফসীল অনুযায়ী অদ্য ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য ছিল, কিন্তু কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করার ফলে নির্বাচন কমিটির ২৯ ডিসেম্বরসভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপভাবে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়