বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও ২০০ জন রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও ২০০ জন রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরন করা হয়েছে।
১৫ই আগষ্ট সোমবার সকাল থেকে বেলকুচি উপজেলার শেলবরিষা নাছরিন-আমির সেবা কেন্দ্রের আয়োজনে ফারাজ ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের সহযোগীতায় দিনভর বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শেলবরিষা গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসাপত্র সহ প্রয়োজনীয় সকল ঔষধ বিতরন করা হয়। বিনামূল্য ডায়াবেটিস রোগীদের স্ক্রীনিং ও চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,বি,এম কামরুল হাসান। এছাড়াও রোগী দেখেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম রনি, ডাঃ হুমায়ন আহমেদ বাপ্পী, ডাঃ মো: মনিরুজ্জামান, ডাঃ মো: রফিকুল ইসলাম রিপন, ডাঃ মো: জুয়েল রানা।
উক্ত ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষুধ বিতরন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: এ কে এম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের আহব্বায়ক নাসিম আহম্মেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। তিনি তার বক্তব্য এ বলেন, আমি প্রায়ই ফেসবুকে দেখি ডাক্তার কামরুল ভাই তার সেবামূলক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করে যাচ্ছেন। বেশীর ভাগ মানুষই আছেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকায় এমন ধরনের কাজ করেন না। কিন্তু কামরুল ভাইয়ের দিক দেখলাম ভিন্ন। তিনি তার এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে এমন দিনে সেবামূলক কাজের পাশে থাকতে পেরে অনেক ভালো লাগচ্ছে সকলের জন্য শুভ কামনা রইলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ তাসলিমা জান্নাত, ৭১ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গনি লিমন, সাংবাদিক উজ্জ্বল অধিকারী, নাছরিন আমির সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমির হোসেন প্রমূখ। এমন ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে খুশি এলাকার অসহায় গরীব রুগীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।