শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এক বাড়ীতে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।   বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কাছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।  স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থাকা দেশীয় অশ্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন। পরবর্তী তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।  বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে, এখনও মামলা হয়নি, আহতরা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ্য হয়ে এসে মামলা দিবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----