বেলকুচিতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফাইনাল খেলা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুন) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেলকুচির সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বেলকুচি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর আলম প্রামাণিকসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।