বেলকুচিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যেদিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ স্বাধীন বাংলাদেশর ৫৪ বছর পূর্তি হলো।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক ও দলীয় সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ গ্রহণ কারেন। পরে স্কুল, কলেজসহ কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলেদেন অতিথিবৃন্দগণ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।