প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, উপজেলা , বেলকুচি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরো ছিল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০ঃ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা এবং বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত / প্রার্থনা। বিকাল ৩ ঘটিকায় প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশ। এছাড়াও রয়েছে দিন ব্যাপী নানা আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.