রেজাউল করিম: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্হ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০০ শত দুস্হ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.