উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালীন সময় ড্রেজার বন্ধের দাবিতে মাসিক সভায় এলাকাবাসী অভিযোগ করেছেন।
এলাকাবাসী বলেন, শেরনগর গ্রামের শাজাহান মাষ্টারের ছেলে সোহাগ, মুকুন্দগাঁতী গ্রামের মেজার ও চালা গ্রামের আবু তালেব দীর্ঘদিন ধরে উপজেলার বড়ধুল ও বেলকুচি সদর ইউনিয়ন থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করেন। বালু উত্তোলন বন্ধের দাবিতে মৌখিক ভাবে অভিযোগ করেন এলাকাবাসী।
বুধবার (২৯শে জুন) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামাণিক, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব আব্দুল বাকী, বেলকুচি প্রেসক্লাব প্রতিনিধি এম এ মুছা, সবুজ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রমূখ। বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্য বিষয় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.