মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে জেলেদের মাঝে চাউল বিতরন করলেন মেয়র – সাজ্জাদুল হক রেজা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা (চাউল) বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে পৌর ভবনে ৪০ জন জেলেকে মানবিক সহায়তার আওতায় প্রতিমাসের ৪০ কেজি করে ২ মাসের ৮০ কেজি চাউল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর ইসমাইল হোসেন, আলম প্রামানিক, ফজলুর রহমান ফজল, তারেক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, জাটকা আহরণের নিষিদ্ধ সময়ে সরকারের মানবিক সহায়তা পেয়ে জেলেদের জীবন জীবিকা নিয়ে চলতে পারবে এবং কিছুটা কষ্ট লাঘব হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়