প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
বেলকুচিতে জুলাই – আগস্টে গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণসভা
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বি এন পির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা,মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি,সহ আরো অনেকে।
সভায় জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের ২০২৪ এর রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবী করেন এবং যারা আহত হয়েছে তাদের খুজে বের করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। সভায় আন্দোলনে শহীদ পরিবারের সদস,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.