প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ
বেলকুচিতে গণমাধ্যম কর্মীদের সাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চলনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, প্রবীণ সাংবাদিক কুদ্দুস, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, ফেরদৌস হাসান রবিন, ইসরাইল বাবুসহ জেলা ও স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
নব নিবার্চিত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকারর বলেন, আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে একজন ধনাঢ্য ব্যাক্তি একজন জনপ্রতিনিধি একটি সমাজকে যে ভাবে পরিবর্তন করতে পারে তার চেয়েও বেশি পরিবর্তনের গুরুত্বপূর্ন্য ভুমিকা রাখতে পারে গণমাধ্যম কর্মীরা। আগামী পাঁচ বছরের জন্য বেলকুচির জনগন আমাকে ভোট দিয়েছে। আমি দুই টা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এক শিক্ষা ব্যবস্থা ও স্ট্রং ইকোমিক যা এখানে নেই। তিনি আরও এখানে কতিপয় কিছু ধনাঢ্য ব্যক্তি আছে তা ছাড়া সবাই দিন মজুর।
ওই সকল মানুষের জীবন যাত্রার মান পরির্বতন করতে হবে। আমি চাই আপনার আমাকে স্বতস্পূর্ত ভাবে আপনাতের মেধা ও কলমের লেখোনির মাধ্যমে থিং পেজেটিভ বেলকুচি এই স্লোগানকে নিয়ে নির্বাচনি মাঠে নেমে ছিলাম আপনারা এই স্লোগানের সাথে একতরতা প্রকাশ করবেন। এই আশা ব্যক্ত করি আপনাদের প্রতি। আপনারা যদি চিন্তা করেন এই সমাজ ব্যবস্থা সত্যি পরির্বতন হওয়া সম্ভব। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। উপজেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.