বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌরসভা পর্যায়ের ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পৌরসভার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুজাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রামানিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামচুল হুদা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল হাসান জিন্নাহ, সাধারণ সম্পাদক জয় শংকর সাহা, প্রধান শিক্ষিকা তহুরা খাতুন, চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আহমিদা খাতুন, শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা, শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়