মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির ও সেন ভাঙ্গাবাড়ী শ্মশান ঘাটের উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে সেন ভাঙ্গাবাড়ী ও দেলুয়াকান্দি গ্রামের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন রজনীকান্ত সেন ও তার বোন সুচিত্রা সেন আমাদের বেলকুচির গর্ব। রজনীকান্ত সেনের কবিতা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তার স্মৃতি ধরে রাখতে ও প্রজন্মের কাছে পৌছে দেওয়ার জন্য আমরা কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির এবং  সেন ভাঙ্গাবাড়ি শ্নশান ঘাট-এর উন্নয়ন করার লক্ষে কাজ করবো। উক্ত মতবিনিময় সভায় কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির কমিটি ও শ্মাশান কমিটির সভাপতি বিমল বন্ধু সরকারের সভাপতিত্বে ও শ্যামল সরকার ও সনজিৎ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সুব্রত পাল, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল, সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ডাক্তার বিদ্যুৎ কুমার সুত্রধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্র, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মো: বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্যনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, মুকুন্দগাঁতী গৌর-গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি অমৃত নারায়ন দে প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়