মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি: আমিনুল ইসলামের মতবিনিময়

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বিকালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামীলের সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ কথা দিলাম আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। স্থানীয় সরকার নির্বাচন হলো সরকারের দ্বিতীয় স্তম্ভ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা পরিষদ থেকে সম্পাদিত হয়। আমি নির্বাচিত হলে উপজেলার রাস্তা ঘাট, ভৌত অবকাঠামো নির্মাণ, সকল প্রকার ভাতা, কর্মসংস্থানসহ আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন সরকারের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস সেলিম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আব্দুল কাদের তালুকদার, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, যুব মহিলা লীগের সম্পাদক শিরিন আক্তার, যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ পিয়াস, সেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস প্রমূখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়