প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে আলম প্রামানিকের নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উজ্জ্বল অধিকারী: "অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, শীতবন্ত্র বিতরণ কর্মসূচিতে আপনিও অংশ নিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পৌরসভার শেরনগর এলাকায় উপজেলা যুবদলের সদস্য সচিব ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রামানিকের নিজস্ব উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাবেক কাউন্সিলর আলম প্রামানিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বনি আমিন, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.