প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
বেলকুচিতে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করার লক্ষে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সুইডেন সরকারের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কতৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুনামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুনামেন্টে অংশগ্রহন করেন রাজাপুর উচ্চ বিদ্যালয় বনাম গাছচাপড়ী আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয়।
এসময় প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারের সঞ্চালনায় ও আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শাহীন বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রকল্প সমন্বয়কারী মোছা: আক্তারি বেগম, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্যবৃন্দ, নারী,পুরুষ, ইয়ূথ ও কিশোর-কিশোরী দলের সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সকল ষ্টাফ। আন্ত:স্কুল বালিকা ফুটবল টুনামেন্ট ২০২৪ ফাইনাল খেলায় ১-০ গোলে রাজাপুর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। রানাস আপ আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয়। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.