বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তামাই গ্রামের কুয়েত পাড়ার বাসিন্দা গোলবার হোসেনের বিরুদ্ধে। জানা যায় গত ৮ ই নভেম্বর শুক্রবার রাতে অসুস্থ এক বিধবাকে মুড়ি কিনে এনে দেওয়ার কথা বলে তার বাড়িতে যায় গোলবার। এ সময় তাকে একা পেয়ে ঘড়ের দরজা বন্ধ করে দিয়ে কথা বলতে থাকা অবস্থায় এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে গোলবার হোসেন। এ সময় বিধবা চিৎকার করলে গোলবার হোসেন পালিয়ে যায়। এ ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে গোলবার হোসেনের পক্ষ থেকে কোন সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে বিধবা নুরমহল গনমাধ্যমে বিষয়টি অবহিত করেন।
এলাকা সূত্রে জানা যায়, গোলবার হোসেন কামারখন্দ উপজেলার স্যামপুর গ্রামের মৃত আজম ডিলারের ছেলে। এর আগেও তিনি এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। বর্তমানে বেলকুচি উপজেলার তামাই কুয়েত পাড়ায় বসবাস করে তিনি। সে স্থানীয় দাউদ টেক্সটাইলে কর্মরত ছিলেন বলে জানাযায়। এ বিষয়ে দাউদ টেক্সটাইলের মালিক সাইফুল ইসলাম নুহুর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন ব্যাবস্থা না নিয়ে তার আত্মীয়স্বজন কে জানাতে বলেন। এলাকাবাসীরা জানান, বিভিন্ন অনৈতিক কার্যকলাপে দাউদ টেক্সটাইলের শ্রমিকেরা জড়িত থাকে। একের পর এক নানা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় শ্রমিকরা।
মালিক পক্ষের কোন পদক্ষেপ না থাকায় মাদক সেবন, জুয়া, পরকীয়া, ধর্ষণসহ নানা অপকর্ম করে বহাল তবিয়তে চালাচ্ছে এ তাঁত ফ্যাক্টরির কার্যক্রম। শ্রমিকদের পরিচয়পত্র সংরক্ষণ না রাখায় অনায়সে নানা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বহিরাগত শ্রমিকেরা। মালিক পক্ষের পালিত সিন্ডিকেটের ব্যক্তিরা এ সমস্ত অপকর্মগুলো ধামা চাপা দিতে ভয় ভীতি দেখিয়ে বা টাকার বিনিময়ে পার পেয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক ব্যক্তি ঊর্ধ্বতন আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলবার হোসেন জানান, আমি বিধবার বাসায় গিয়েছিলাম এবং মুড়িও দিয়েছি তবে আমার বিরুদ্ধে যে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকেরিয়া হোসেন বলেন, ঘটনাটি আমি অবগত নই। ভিকটিম আইনি সহযোগিতা চাইলে, সহযোগিতা করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।