উজ্জ্বল অধিকারী: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধে বিগত দিনের তুলনায় যান চলাচল বেড়েছে। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। রাস্তায় বেড়েছে অফিসগামী কর্মজীবী মানুষের যাতায়াত। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরেজমিনে বেলকুচির বিভিন্ন জায়গা ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিএনপি-জামায়াতের ডাকা প্রথম অবরোধের তুলনায় আজ সড়কে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেলেও কাউকে ভোগান্তির শিকার হতে দেখা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে কথা হয় সিএনজি চালিত অটোরিকশা চালক রেজাউল করিমের সঙ্গে কথা বলে জানা যায়, টেলিভিশনে দেখেছি অবরোধের মধ্য চলাচল করতে গেলে অনেক সময় হামলার শিকার হতে হয়। তার পর আতঙ্কে ছিলাম, যে কী হয়। এরপর বের হই নাই। পরিস্থিতি শান্ত দেখে অটোরিকশা নিয়ে বের হয়েছি।
কুরিয়ার সার্ভিসের গাড়ির অপেক্ষায় থাকা সাজ্জাদ হোসেন বলেন, 'আজ পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। একের পর এক যানবাহন আসছে। তবে এখনো জনমনে কিছুটা শঙ্কা আছে। কী হতে পারে তা বলা মুশকিল।
ব্যাটারি চালিত অটোরিকশা চালক নুরনবী
বলেন, 'আমি যদি গাড়ি না চালাই, তাহলে কীভাবে জীবিকা নির্বাহ করব? কিছুটা ভয় করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন বলেই ভয় একটু কম করছে। তবে খুব বেশি যাত্রী নেই।
বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি রোধে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.