সংবাদের আলো ডেস্ক: প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। চার দশক আগে ঝিনাইদহ সীমান্ত এলাকায় চোরাচালানে যুক্ত হন তিনি। পরে আসেন রাজনীতিতে। পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য পর্যন্ত হন। কিন্তু চোরাচালানের সেই চক্র থেকে বের হতে পারেননি। সেই বিরোধেই ভারতের কলকাতায় খুন হন আনোয়ারুল আজীম (আনার)। এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি: প্রথম আলো সোনা চোরাচালান দ্বন্দ্বে সংসদ সদস্য আনোয়ারুল খুন তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও অন্ধকার জগতের লোক।
খুনের মূল পরিকল্পনাকারী আনোয়ারুলের বাল্যবন্ধু আক্তারুজ্জামান ওরফে শাহীন। যিনি নিজেও সোনা পাচারকারী একটি চক্রের প্রধান। আর খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেন পেশাদার সন্ত্রাসী শিমুল ভূঁইয়া, যিনি একসময় একটি চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন। দেশ থেকে অর্থ পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত অর্থবছরের (২০২২-২৩) তুলনায় চলতি বছরে (২০২৩-২৪) পাচারের ঘটনা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। যুগান্তর পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ মূলত ব্যাংক লেনদেন, হুন্ডি ও মোবাইল ব্যাংক এবং গেমিং বোটিংয়ের মাধ্যমেই এসব ঘটনা ঘটছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের সন্দেহে প্রায় সাড়ে ৫শ ব্যাংক হিসাব শনাক্ত করা হয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে গোপালগঞ্জের হিন্দুদের ‘শত শত বিঘা’ জমি দখলের অভিযোগ এনেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনজীর আহমেদের দখল করা জমি ঘুরে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। মানবজমিন বেনজীর সংখ্যালঘুদের শত শত বিঘা জমি দখল করেছেন এলাকাটি শতভাগ হিন্দুপ্রধান মন্তব্য করে রানা দাশগুপ্ত বলেন, তাদের শত শত বিঘা জমি জোর করে, হুমকি দিয়ে, নানাভাবে চক্রান্ত করে বেনজীর দখল করে নিয়েছেন। শুধু দখলই করেননি, কাঁটাতারের বেড়া দিয়ে এমনভাবে চারিদিকে বেষ্টনী করেছেন, যাতে অন্য কেউ ওই জায়গায় প্রবেশ করতে না পারে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গোপালগঞ্জে হিন্দুদের শত শত বিঘা জমি দখলের অভিযোগ এনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ‘কৃষির ওপর নির্ভরশীল এই মানুষগুলোর জমি দখল হওয়ায় তাঁদের জীবনে বিশাল অর্থনৈতিক সংকট নেমে এসেছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাটি ঘুরে দেখার অনুরোধ জানান তিনি। সমকাল প্রধানমন্ত্রী দেখুন, বেনজীর কীভাবে সংখ্যালঘুদের জমি দখল করেছেন রানা দাশগুপ্ত বলেন, ‘বেনজীরের অন্যায়, অবিচার ও কুকর্ম সংবাদমাধ্যম প্রকাশ করেছে। আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিও রিপোর্ট নেওয়া শুরু করেছে। পরে জাতীয় পর্যায়ে এসব তথ্য উপস্থাপন করা হবে।
পুলিশ টেলিকমের অধীনে গত আট বছরে ৪২ বার যন্ত্রাংশ কেনাকাটা হয়েছে। প্রতিবারই এতে ঘুরেফিরে অংশ নিয়েছে তিনটি প্রতিষ্ঠান। ৪১ বার কাজ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মদদপুষ্ট ঠিকাদার দেলোয়ার হোসেন। কালের কণ্ঠ পুলিশ টেলিকমেও বেনজীরের ‘ভূত’ অনুসন্ধান বলছে, পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণাধীন পুলিশ টেলিকমে দেলোয়ারের উত্থান ২০১৫ সালে। পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করার মধ্য দিয়ে হয়ে ওঠেন ‘রাঘব বোয়াল’। সে বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়ে বেনজীর একের পর এক কাজ পাইয়ে দেন দেলোয়ারকে।
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। গত রাত ঠিক ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ প্রতিদিন পুলিশের গুলিতে পুলিশ নিহত জানা গেছে, ওই সময় নিহত কনস্টেবল মনিরুল ও কাউসার আহমেদ ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত ছিলেন। হঠাৎ করে তারা দুজন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কনস্টেবল কাউসার নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে গুলি করেন মনিরুলকে। গুলির শব্দে ডিপ্লোমেটিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পড়ে থাকে মনিরুলের লাশ। এছাড়া অস্তিত্ব সংকটে রাখাইনরা; লেগুনা থেকে বেপরোয়া তোলাবাজি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।