সংবাদের আলো ডেস্ক: সম্প্রতি বিয়ের সাজে শবনম বুবলীর কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, শীতের শুরুতেই কি বিয়ে করলেন বুবলী? আর কে এই তরুণ, যে তার সঙ্গে দেখা যাচ্ছে?
তবে এই ছবিগুলো আসলে বুবলীর বিয়ের ছবি নয়। এটি ছিল একটি ফটোশুটের অংশ, যেখানে বুবলীকে বউ সাজিয়েছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি বলেন, "বুবলীর সঙ্গে আমি তিনটি শুট করেছি—একটি ওয়েডিং, একটি হলুদ এবং একটি মেহেদী শুট। তিনি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন এবং সময়মতো শুটিংয়ে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে কাজ করতে বেশ আনন্দ পেয়েছি।"
এটা প্রথমবার নয় যে গৌতম সাহার সঙ্গে কাজ করছেন বুবলী। এর আগে একাধিক শুটে একসঙ্গে কাজ করেছেন তারা। গৌতম সাহা বলেন, "বুবলী অত্যন্ত নিষ্ঠাবান একজন অভিনেত্রী। কাজের প্রতি তার মনোভাব সত্যিই প্রশংসনীয়। শুটিংয়ের সেটে, খেতে বললেও সে খায় না, বরং কাজ শেষ হলে তারপর খাওয়ার কথা বলে। সম্প্রতি এক বিউটি পার্লারের ফটোশুটে ওকে নিয়ে কাজ করেছি।"
শিগগিরই নতুন ছবিতে আবারও দেখা যাবে শবনম বুবলীকে। তার হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে, যেগুলোর শুটিং প্রায় শেষ হয়ে গেছে। সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাকির হোসেন রাজুর 'চাদর', এম রাহিমের 'জংলি', রাখাল সবুজের 'পুলসিরাত', মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের 'প্রেম পুরাণ', সাইফ চন্দনের 'কয়লা', দেবাশীষ বিশ্বাসের 'তুমি যেখানে আমি সেখানে' এবং ওয়াজেদ আলী সুমনের 'ছায়া'।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.