সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিলচলন ইউপি চেয়ারম্যানসহ তিনজনের অপসারণ দাবিতে পরিষদে তালা

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চেয়ারম্যান, সচিব ও প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবিতে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ও সমর্থকরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন তারা।

এ সময় তারা তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বক্তব্য রাখেন মোঃ শাহ আলম, সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য আনোয়ার হোসেন, ইসরাইল মেম্বর, মকবুল মেম্বার, মোঃ রনি হোসেন।

তারা বলেন, অবৈধ সরকারের সময় এই ইউনিয়নে ভোটারবিহীন নির্বাচনে মোঃ আকতার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টাকার বিনিময়ে রাতের আঁধারে প্যানেল চেয়ারম্যান করেছেন। সচিব তার ইচ্ছামাফিক অফিস করায় তাদের পদত্যাগও দাবি করেন তারা।

এ বিষয়ে বিলচলন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। এর মধ্যেও আমি নিয়মিত অফিস করেছি কতিপয় বিএনপির সমর্থক এই কাজ করেছে। এখন প্রশাসনের সহযোগীতা ছাড়া আমার কিছু করার নাই।

প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাকি ৬টি ইউনিয়নের চেয়ারম্যানরাও অপসারণ আতঙ্কে রয়েছেন। এরইমধ্যে বিলচলন ও নিমাইচড়া ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণ দাবি করে তাদের কক্ষে তালা লাগালো বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়