উজ্জ্বল অধিকারী: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সভাপতি নিবার্চিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো: আলম প্রামানিক। তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন আব্দুল হাই সরকার আমাদের শেরনগর গ্রামের কৃতি সন্তান, তিনি যেমন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেক, বিএবির সভাপতি নিবার্চিত হওয়ায় আমাদের পৌরসভার পক্ষে থেকেও তাকে অভিনন্দন জানাই। আব্দুল হাই সরকার শুধু আমাদের গ্রামেরই গর্ব না দেশের গর্ব।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএবি আয়োজিত এক বৈঠকে সভাপতি নিবার্চিত করা হয়।
জানা যায়, বিএবি সভাপতি হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আর ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।
সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন। যদিও বিএবির নিয়ম অনুযায়ী, এক কমিটির মেয়াদ তিন বছর।
আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।
পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। এ কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই।
অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উল্লেখ্য, গত ১৫ বছরে বিএবি দেশের ব্যাংকগুলো থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলেছে। এ অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়েছেন ব্যাংকাররা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.