নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে পৌর ভাসানী মিলনায়তন প্রাঙ্গনে ৪'শ পরিবারের মাঝে জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আকতার সোহেল , রানা খান বুলবুল, জিয়া পরিষদের সভাপতি আবুল হাসেম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন হক রঞ্জু, অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল বিতরনকালে আগত ব্যক্তিরা বলেন, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পগুলোতে ২শ কম্বল বিতরণ করা হচ্ছে। এসময় তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.