টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার (১০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে অভিভাবকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য শামছুল আলম, অভিবাবক কনা আক্তার, রিনা বেগম প্রমুখ। বক্তারা বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
জানা যায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষক শারমিন আক্তারকে অন্যত্র বদলি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিভাবকরা রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রুত বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।
বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী জানান, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের সঙ্গে তার ফরোয়ার্ডিংয়ে প্রধান শিক্ষকের বদলি হয়েছে। এর বাইরে তিনি কিছু জানেন না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.