প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় নবম শ্রেণির ছাত্র নিহত, নারী’সহ আহত ৯
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় সিথিল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় নারীসহ নয়জনকে কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামে এ ঘটনা ঘটে। আর শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সিথিল মারা যায়। সিথিল ওই এলাকার এস.এম লিটু মিয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি এসএমএম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, কলহের জেরে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে দলবল নিয়ে সিথিলদের বাড়িসহ তার স্বজনদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে সিথিলসহ শহীদ শিকদার, রহমত মেম্বার, ময়না আক্তার, শফিকুল ইসলাম, হাসেম মিয়াসহ মোট নয়জন আহত হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকাবহ পরিবেশসহ তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে, সিথিল হত্যার ঘটনায় তার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান দুঃখ প্রকাশ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, মনাইখালীর ঘটনায় আজ নয়জনকে আসামি করে নিহতের মামা গণি মিয়া মামলা দায়ের করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.