বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়া উপজেলার প্রথম শিক্ষক অ্যাম্বাসেডর আয়েশা আক্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এই প্রথম শিক্ষক বাতায়নে উপজেলার শিক্ষক অ্যাম্বাসেডর হলেন শিক্ষক আয়েশা আক্তার। বিভিন্ন দক্ষতা মূল্যায়ন শেষে রোববার তাকে এ অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। শিক্ষক বাতায়নের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষককে পাঠানো এক ই-মেইল বার্তা সূত্রে এ তথ্য জানা গেছে। আয়েশা আক্তার উপজেলার ফাগুয়াড়য়িাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত.কে এম হান্নান এর মেয়ে এ বিষয়ে শিক্ষক আয়েশা আক্তার জানান, প্রায় দুই বছর ধরে দেশের শিক্ষক বাতায়নে পাঠ্যবইয়ের পাঠানের কনটেন্ট তৈরি, বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে তিনি কাজ করছেন। এসব দক্ষতা বিবেচনায় তাকে শিক্ষক বাতায়নে জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত সারা দেশে দুই হাজার ৬৫০ জন অ্যাম্বাসেডর নির্বাচিত হলেও বাগাতিপাড়া উপজেলা থেকে তিনিই প্রথম নির্বাচিত হলেন। এর আগে তিনি অ্যাকসেস ইনফরমেশন (এটুআই) বিভাগ থেকে শিক্ষক বাতায়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জুন-২০২৪ মাসে দেশসেরা উদ্ভাবক এবং গত ডিসেম্বর মাসে জেলা ও উপজেলা উভয় পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জয়িতা নির্বাচিত হন। উচ্ছ্বসিত শিক্ষক আয়েশা আক্তার বলেন, তিনি এই অর্জনে বেশ খুশি হয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়