বাগাতিপাড়ায় স্কুলে স্বাস্থ্য সম্মত কিশোরী বান্ধব পয়ঃ নিস্কাশন ব্যবস্থার দাবিতে র্যালি ও আলোচনা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: “আজকের তারুন্যই আগামী দিনের ভবিষ্যৎ” এই স্লোগান কে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় স্কুলে স্বাস্থ্য সম্মত কিশোরী বান্ধব পয়ঃ নিস্কাশন ব্যবস্থার দাবিতে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কিশোর, কিশোরী ও ভূমিহীন সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে ওই বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ওই স্থানেই ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কিশোরী কন্যা মিথিলা ও সানজিদা আক্তার। এ সময় আরও বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন, বাগাতিপাড়া মডেল থানার এসআই কামরুজ্জামান, নিজেরা করি সংস্থার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত ইউএনও) সুরাইয়া মমতাজের এর হাতে স্মারকলিপি প্রদান করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।