বাগাতিপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় যুব ও উদ্যোক্তা সমাবেশ এবং পণ্য প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) সুরাইয়া মমতাজ সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুগে যুগে এদেশের যুবরাই দেশের সংকটে উত্তরনে কাজ করেছে। যুবরাই শক্তি যুবরাই আমাদের মনোবল। দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসী, চাদাবাজি মুক্ত করতে যুবরাই এগিয়ে এলে বাংলাদেশ বদলে যাবে, কল্যানমুখি রাষ্ট্রে পরিণত হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, সহ ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দ এবং শতাধিক যুবক ও নারী উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।