বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের জমি দখল করে ৪০০টি কলা ও ১টি লিচু গাছ কর্তনের অভিযোগ উঠেছে উপজেলার বাটিকামারী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মুকুল হোসেনসহ অন্তত দশজনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একই গ্রামের মৃত আহসান সরকারের ছেলে জিন্নাত আলী সরকার। অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রয় সূত্রে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী এলাকার ৪১ শতাংশ জমির মালিক হোন ভুক্তভোগী জিন্নাত আলী সরকার। এরপর ওই জমিতে বাণিজ্যিক ভাবে কলা চাষ শুরু করলে ওই জমির কিছু অংশ নিজের দাবি করে বাঁধা দেন অভিযুক্ত মুকুল হোসেন। এরপর হটাৎ গত শুক্রবার সকালে মুকুলসহ অন্তত ১০জন হাতে হাঁসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে সব গাছ কর্তন করে ও ওই জমিতে থাকা ১টি সেল মেশিন নিয়ে যায় এবং মেশিন রাখা ঘর গুড়িয়ে দেয়। ভুক্তভোগী জিন্নাত আলী সরকার জানান, 'গাছ কর্তন, ভাঙচুর ও সেল মেশিন নিয়ে যাওয়ায় তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া, অভিযুক্তরা তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন, ওসি সাহেব মামলা রেকর্ডের আশ্বাস জানিয়েছেন।' অন্যদিকে প্রধান অভিযুক্ত মুকুল হোসেন বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি, একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.