বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নাইম ইসলাম তূর্য (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া এলাকার মোমিন আলীর ছেলে। ওই ছাত্র নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে নিহত তূর্যের মা তাকে বাড়িতে রেখে সে নানির বাড়িতে বেড়াতে যায়। আর তার বাবা পেশায় সিএনজি চালক হওয়ায় সিএনজি নিয়ে বাহিরে যায়। বাড়িঘর দেখাশোনার জন্য নিহত তূর্য নানীর বাড়ি না গিয়ে বাড়িতেই থেকে যায়। সন্ধ্যার দিকে সে বাড়িতে থাকা গরুর জন্য খাবারো প্রস্তুত করে। তবে হঠাৎ কিছু সময় পর থেকে তার কোন খোঁজখবর মেলে না। অনেকক্ষণ তার দেখা না পাওয়ায় পাশের বাড়ির চাচা চাচি সহ অন্যান্যরা তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তার ঘরের দরজা বন্ধ পায়। পরে তার ঘরে দরজা ভেঙে তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.