আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর মিলন (১৬) নামে এক দশম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করা হয়েছে । সে উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। নিখোঁজের ঘটনায় তার বাবা গত সোমবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার জিডি নং ১৭৪৮ ব্যবসায়ী আমজাদ হোসেন মুঠোফোনের মাধ্যমে জানান , আমার ছেলে আমার একদিন আগে দোকান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আমরা বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি ও তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পায় ও আত্মীয়স্বজনদের কাছে ফোন দিলেও তাদের কাছে যায়নি বলে জানান । পরে আমরা থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করে আসি । মঙ্গলবার সকালে আমার ছেলে বাসায় ফিরে আসে পরে তাকে জিজ্ঞাসা করলে বলে বন্ধুর বাসায় ছিল।এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী বলেন , নিখোঁজ মিলনের বাবা আমজাদ হোসেন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে পরে আমাদের হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অফিসারের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে মিলনকে তার বাবার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.