সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুই দেশের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের সেনাবাহিনীর (আইএসপিআর)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বৈঠকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে বর্ণনা করে বহিরাগত প্রভাবের মধ্যেও সম্পর্ক দৃঢ় রাখার ওপর জোর দেন।প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা
বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, তথ্য বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যৌথ আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা
পাকিস্তানের যৌথ চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গেও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত স্বার্থ এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন উপায় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন।
সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির পটভূমি
বিগত ১৫ বছর ধরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কারণে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক সীমিত ছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে।
বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, পণ্য আমদানি-রপ্তানি এবং জাহাজ চলাচল এরইমধ্যে পুনরায় শুরু হয়েছে।
এই সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.