এই বিষয়ে আজ শনিবার (২৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বিশ্বকাপের মিশন তো এখনও শুরুই হয়নি। একটা সিরিজ খেলছি। বিশ্বকাপের আলোকেই দল ঘোষণা করেছি। বিস্তর চিন্তাভাবনা করেই দল দিয়েছি। আকাঙ্ক্ষিত ফর্মে সবাই নেই, এটা দুঃখজনক। ফলাফলও ভালো হচ্ছে না।’ তিনি আরও যোগ করেন, ‘হতাশাজনকই বলব, দুটি ম্যাচেই জেতার মতো অবস্থায় ছিলাম। ওপরের ব্যাটাররা রান পাচ্ছে না, সত্য। দ্বিতীয় ম্যাচে যদি তাকান, অভিজ্ঞ ক্রিকেটাররাও জয়ের প্রান্তে নিয়ে যেতে পারেনি। দলগতভাবে উন্নতি করতে হবে। তবে, দলে আপাতত কোনো পরিবর্তন আসছে না।’
এদিকে বাংলাদেশ টাইগার্সের বিশেষায়িত ক্যাম্পের জন্য ২১ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। লাল বল ও সাদা বলের জন্য আলাদা করে স্কিল ক্যাম্প হবে সিলেট ও চট্টগ্রামে। রোববার থেকে মিরপুরের একাডেমি মাঠে শুরু হবে এই ক্যাম্প। যেখান থেকে ৬ ক্রিকেটারকে টি-টুয়েন্টি বিশ্বকাপের বিকল্প হিসেবে ধরা হচ্ছে। সেই তালিকায় আছেন বিশ্বকাপ দল থেকে শেষ মুহুর্তে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও সন্তানসম্ভাবা স্ত্রী’র পাশে থাকতে ১০ জুন পর্যন্ত টাইগার্স ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন তিনি। ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে ধরা হয়েছে এনামুল হক বিজয়কে। বাঁহাতি স্পিনে নাসুম আহমেদ. আছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.