প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় যুবক নিহত
সংবাদের আলো ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক রাকেশ হোসেন (৩০) নামের এক যুুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভোর রাতে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ হোসেন (৩০) সে কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭নং মেইন পিলারের ৫নং সাব পিলাবের কাছে ভারত সীমানায় উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এতে এক ভারতীয় যুবক নিহত হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়। ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্বীকার করে বলেন, সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.