বণিক সমিতির মনোনয়নপত্র জমা দিলেন মানবাধিকার কর্মী: এমদাদুল হক (মিলন)
ইয়াহিয়া খান, এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়, বুধবার বিকাল ৩ টায় শেষ হয়। পরের দিন ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সদস্যপদে মনোনয়ন ফরম জমা দেন, মানবাধিকার কর্মী ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’র এনায়েতপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক, জেলা শাখার সদস্য ও ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি-মোঃ এমদাদুল হক (মিলন)।
তিনি জানান ব্যবসায়ীরা যেহেতু সচেতন তাই তারা ভালোমন্দ বুজেন, এজন্য তারা সঠিক নেতৃত্ব বেছে নিবেন এবার। তিনি বলেন অবশ্যই ব্যবসায়ীদের মনের মতো প্রার্থী বলে নিজেকে মনে করেন। এ নির্বাচন উপলক্ষে সভাপতি পদে ৫ জন সহ-সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ৩ জন, সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে তরুণের সংখ্যা বেশি বলে জানা গেছে। এবারের নির্বাচনে তরুণদের কেই বেছে নিবেন বলে মনে করছেন ভোটাররা। তরুণ ভোটার যেহেতু বেশি তারা আমার মতো তরুণকেই বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদী।
মনোনয়ন ফরম জমা নেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন,
দীনবন্ধু মৃধা সভাপতি নির্বাচন কমিটি, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ উপজেলা সমবায় অফিস অতিরিক্ত দায়িত্ব চৌহালী, মোঃ নুরুল ইসলাম সদস্য নির্বাচন কমিটি এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় চৌহালী। আগামী ২৭শে জানুয়ারি ধুলিয়াবাড়ী জুনিয়র হাই স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হবে। বণিক সমবায় সমিতির এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৭১জন।
যাঁচাই-বাছাই ও বৈধ মনোনয়ন পত্র প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ ৩০শে ডিসেম্বর, আপিলের রায় ৪ঠা জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১০শে জানুয়ারি, প্রতিক বরাদ্দ ১৪ই জানুয়ারি, ভোট গ্রহণ ও নির্বাচণী ফলাফল ঘোষণা করা হবে ২৭শে জানুয়ারি। এবারের নির্বাচনে তরুণ ভোটার এবং তরুণ প্রার্থীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন প্রার্থীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।