বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

 সংবাদের আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুপুরে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সদর উপজেলার ছোটহরণ এলাকায় যাওয়ার পর ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছে কাজ শুরু করেছে। উদ্ধারকাজ সম্পন্নের পর পুনরায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----