ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে এক মেয়ের বাড়িতে আরেক মেয়ের অনশন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণি পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে রাজশাহীর বাগমারা থেকে ছুটে এসেছেন দশম শ্রেণী পড়ুয়া আরেক মেয়ে। গত দুই মাস যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে প্রেম চলছিলো। গত শনিবার (১৮ মে) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ইন্নত খা চালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই দুই মেয়ের ভাষ্যমতে, প্রায় দুই মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ও ক্ষুদে বার্তা বিনিময় হয়। এক পর্যায়ে তারা তথাকথিত প্রেমের সম্পর্কে জড়ায়।
দুইজনই মেয়ে জেনেও তারা তাদের সম্পর্ক চালিয়ে যেতে সম্মত হয়। এর জেরে প্রেমের সম্পর্কে থাকা রাজশাহীর বাগমারা উপজেলার মেয়ে মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মেয়ের বাড়িতে আসে। বান্ধবী পরিচয়ে তারা ইতঃপূর্বে দুইবার দেখাও করেন। সর্বশেষ গত ১৮ মে সকালে বিয়ে করার উদ্দেশ্যে রাজশাহীর বাগমারা উপজেলার মেয়ে মির্জাপুরে এলে আসল ঘটনা প্রকাশ পায়। তাকে নারী পাচারকারী চক্রের সদস্য আখ্যা দিয়ে আটক করে মির্জাপুরের মেয়ের পরিবার ও এলাকাবাসী। এ ব্যাপারে বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান জানান, ঘটনাটি জানার পর ওই বাড়িতে দুই ইউপি সদস্যকে পাঠিয়ে ছিলাম। এরপর রাজশাহী জেলার ওই মেয়ের পরিবারকে খবর পাঠানো হয়। পরে রাজশাহী জেলার বাগমারা থেকে ওই মেয়ের পরিবারের লোকজন আসলে তাদের কাছে মেয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।