বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে ৫.৬ মাত্রা ও তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প

সংবাদের আলো ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপরদিকে, তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আজ বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানায় ভূমিকম্পটি মুলুগু জেলাকে কাঁপিয়েছিল, হায়দ্রাবাদ এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পটি সকাল ৭াটা ২৭ মিনিটে আঘাত হানে। যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----