ফিলিপাইনে ৫.৬ মাত্রা ও তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প
সংবাদের আলো ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপরদিকে, তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অন্যদিকে, ফিলিপাইনের ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানিয়েছে, ভূমিকম্পটি ইলোকোস প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর বাঙ্গুইতে আঘাত হেনেছে এবং ভূমিকম্পের পর আফটারশক ও ক্ষয়ক্ষতির বিষয়েও তারা সতর্ক করেছে।অপরদিকে, দক্ষিণ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য তেলেঙ্গানায় ৫.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনটি আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ২৭ মিনিটে তেলঙ্গানার মুলুগুতে আঘাত হেনেছে। খবরটি নিশ্চিত করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
আজ বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানায় ভূমিকম্পটি মুলুগু জেলাকে কাঁপিয়েছিল, হায়দ্রাবাদ এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পটি সকাল ৭াটা ২৭ মিনিটে আঘাত হানে। যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।