ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা
সংবাদের আলো ডেস্ক: ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। যা নিয়ে সরকারের পক্ষ থেকেও গঠন করা হয়েছে একটি কমিটি। তবে এরইমাঝে কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দিয়েছেন তারা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান তারা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কথা বলা হলেও তা কার্যকরের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাধীনতা যুদ্ধের সময়ও এই কলেজের শিক্ষার্থীরা তৎকালীন ‘জিন্নাহ কলেজ’ নামফলক ফেলে দিয়ে পরিবর্তন করেছিল ‘তিতুমীর কলেজ’ নামে। সেই ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় আজও নাম পরিবর্তন করা হয়েছে।সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা আমাদের কেন সাত কলেজের কমিটিতে অন্তর্ভুক্ত করল? ছয় কলেজ নিয়ে ওই কমিটি করতে পারত। আমরা চায় দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি বাস্তবায়ন করা হোক। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনূর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর ৭টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।