প্রেমের টানে ইউক্রেনের যুবক ছুটে এলেন ব্রাহ্মণবাড়িয়ায়!
সংবাদের আলো ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রেম। টানা দুই বছরের প্রেমের পর ছয় হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেকে যুবক অ্যান্দ্রো প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসেছেন। বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে বৃষ্টি আক্তারকে। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এই দম্পতি কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।তারা জানান, অ্যান্দ্রো প্রকিপ বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নামের সঙ্গে যোগ করেছেন মোহাম্মদ। অন্যদিকে বৃষ্টি স্বামীর সঙ্গে নাম মিলিয়ে তার নাম রেখেছেন বৃষ্টি প্রকিপ। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রাম। এই গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস করেছেন। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেম শুরু।বৃষ্টি বলেন, ‘প্রকিপকে পেয়ে আমি খুশি। প্রকিপ শুরু থেকেই বলেছিল বিয়ে করবে। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস শুরু করছি।’ প্রকিপ জানান, বৃষ্টিকে বিয়ে করতে পেরে সেও খুব খুশি। বাংলাদেশ তার ভালো লেগেছে। স্থানীয় ইউপি মেম্বার ফরহাদ আলী বলেন, ‘তাদের বিয়ে হওয়ায় খুশি হয়েছেন পরিবারসহ গ্রামবাসী। এ দম্পতিকে দেখতে দূর-দুরান্ত থেকে অনেকে ছুটে আসছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।