মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রায় ৯ ঘণ্টা পর দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু

সংবাদের আলো ডেস্ক: ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই দুই নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর ঘন কুয়াশার এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুইটি ও আরিচা-কাজিরহাট রুটের একটি ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়। পরে আজ সকাল ১০টার দিকে ফেরিগুলো ঘাটে ফিরে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়